বঙ্গবন্ধু
-----মাহমুদ নাঈম
মুক্ত আকাশে পাখি উড়ে
উদয় সোনালি ভোর
সবার ঘরে সবার মাঝে
বেজে উঠে মুজিব স্বর।
পনেরো আগষ্ট রক্ত মাখা
মুজিব ছবি
শিল্পী আঁকা কল্প রেখা
পদ্য লিখে কবি।
স্বাধীন দেশে স্বাধীন বেশে
জেগে উঠে প্রভাত রবি
সবার মুখে কন্ঠ স্বরে
সবার প্রিয় মুজিব তুমি।
তোমার হাসি প্রদীপ রাশি
তুমি অনঘ সিন্ধু
বাংলা ঘরে সবার তরে
তুমি বঙ্গবন্ধু।
কবি----মাহমুদ নাঈম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল