মোঃ সাইদুর রহমান খান আবুসাঈদ গৌরীপুরঃ
সর্বকালের শেষ্ঠ বাঙ্গালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ১৫ ( আগস্ট) ও জাতীয় শোক দিবস উপলক্ষে, গৌরীপুর সাব-রেজিস্ট্রার অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গৌরীপুরের সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ । উক্ত মাহফিলের পূর্বে সাব-রেজিস্ট্রার বক্তব্য প্রদান কালে বলেন, যতকাল রবে পদ্মা, মেঘনা, যুমনা, গৌরী, বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান । বাঙ্গালীর ইতিহাসের এই মহান নেতা বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদের এদেশটা হয়ত স্বাধীন হতো না । আসুন আমরা বাঙ্গালীর ইতিহাসের মাহান নায়ক জতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং উনার সহ-পরিবারের জন্য দোয়া করি। এসময়ে তিনি বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকার্ন্ডও সবার মাঝে তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে করোনায় সাধারণ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান পূর্বক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতির সভাপতি এম, এ জলিল মুন্সি, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাপর সহ সকল দলিল লেখকগণ, স্ট্র্যাম্প ভেন্ডার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল