১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগরে’র উদ্যোগে জাতির পিতার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপিত।।
১৫, আগস্ট, ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগরে’র উদ্যোগে জাতির পিতার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপিত।।


ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক সাগর এর উদ্যোগে শম্ভুগঞ্জ চরাঞ্চলে জাতীয় শোক দিবস-২০২০ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে।

 


জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাত্রিতে নির্মম হত্যাকান্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরাঅানখানি, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।


জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আবু বক্কর সিদ্দিক এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সরকারের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।


আবু বক্কর সিদ্দিক সাগর বলেন, শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।