১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে সদরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।।
১৫, আগস্ট, ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) প্রত্যুষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা ।

পরে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫আগস্টের কালরাতে শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এম সাজ্জাদ হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা প্রশাসন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাগণও উপস্থিত ছিলেন।