১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসন।।
১৫, আগস্ট, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম গালিব খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাবৃন্দ।।