স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট-সবুজ পরিবেশ অান্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশনা মোতাবেক গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর কমিটির উদ্যোগে আজ ১৫-০৮-২০২০ শনিবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সানজিদা স্বর্ণা ও সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাতুলের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট- সবুজ পরিবেশ আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার নেতৃবৃন্দ নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।
জাতীয় শোক দিবসে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট- সবুজ পরিবেশ আন্দোলন, ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত অদ্যকার বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
পরবর্তীতে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট-সবুজ পরিবেশ আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় সংগঠনটির মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ পরিবেশ অান্দোলনের বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল