দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, যাদের ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে, তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি করে দেওয়া হবে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, চলমান বন্যায় নদী গর্ভে যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া সারা দেশে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কমিটি করে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার সবসময় প্রস্তত থাকে। আজও সমুদ্র বন্দরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব থাকার কারণে সকল মাছ ধরার ট্রলারসহ সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল