বিনোদন তথ্যপ্রতিদিন
আমার প্রিয় বন্ধুকেই বিয়ে করেছি: লরেন্স
প্রেমিকের সঙ্গেই শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন মার্কিন তারকা জেনিফার লরেন্স। গত শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের একটি ম্যানশনে কুক ম্যারোনিকে বিয়ে করেন তিনি।
লরেন্স বলেন, ‘কুকের সঙ্গে খুব কম সময়ের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। আমি তার সঙ্গে সব বিষয়ে বেশ সাবলিল থাকতে পারি। পরিচয়ের পরই আমার মনে হয়েছে, এই মানুষটাকে বিয়ে করা যায়। আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার দেখা পেয়েছি। আমি আমার প্রিয় বন্ধুকেই বিয়ে করেছি।’
বিয়েতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও উপস্থিত ছিলেন এমা স্টোন, অ্যাডেল, অ্যামি সুমার, ক্রিস জেনারের মতো তারকারা। ২০১৮ সালের জুন থেকে দুজনকে একসঙ্গে দেখা গেলেও গত ফেব্রুয়ারিতে বাগদান সারেন এই জুটি। এরপর মে মাসে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদানের একটি পার্টির আয়োজনও করেন তারা। ‘হাঙ্গার গেমস’ ও ‘এক্স-মেন’ সিরিজসহ অসংখ্য জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স। অন্যদিকে কুক ম্যারোনি পেশায় আর্ট গ্যালারির মালিক ও পরিচালক। বিয়ের পার্টিতে ১৪০ জন আত্মীয় ও বন্ধুর সামনে ২৯ বছর বয়সী জেনিফার লরেন্স আর ৩৪ বছর বয়সী কুক ম্যারোনি বিয়ে কাজ সম্পন্ন করেন।