১৭ আগষ্ট ” বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মজলুম জনতার অকুতোভয় সিপাহসালা হিজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান “পীরজাদা অালহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের আদরের দুলাল, বিশ্বওলী হযরত খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের আদরের দৌহিত্র বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় UCL হতে ইতিহাসের অন্যতম বিশ্ব রেকর্ড গড়ে সর্বকনিষ্ঠ হিসাবে PHD ( অর্থনীতি) ড্রিগ্রী অর্জনকারী, বৈষম্যহীন অর্থনীতির ধারা ” সুফিনোমিক্স ” এর উদ্বাবক, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহা সন্মানিত সভাপতি, জাকের পার্টি যুব ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি, CEO of CPHD, মানবতার মহান নেতা
আমার মাথার তাজ,নয়নের মনি,কলিজার টুকরা
🌹ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী 🌹ছাহেবের শুভ আর্বিভাব দিবস উপলক্ষে জাকের পাটি যুব ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে মেঝ চাচাজানের পবিত্র নূরের পাক কদমে মোবারকে অনন্ত কোটি প্রেমময় কদমবুছি ও আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে দেশবাসী জানাই পবিত্র লাল গোলাপের শুভেচ্ছা।