১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র হাতে চার মাদক ব্যবসায়ী ও মোবাইল চোরসহ গ্রেফতার ৬
১৭, আগস্ট, ২০২০, ১২:১৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী ও মোবাইল চোরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আড়াইশত নেশাজাতীয় ইনজেকশন ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শনিবার ডিবির এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার চকনাঙ্গালিয়া থেকে ২৫০টি নেশাজাতীয় ইনজেকশন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জামালপুরের সরিষাবাড়ির শহিদুল ইসলাম, ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড়ের নজরুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম ও শম্ভুগঞ্জের বাবুল আহমেদের স্ত্রী দিলরুবা সুলতানা। অপর অভিযানে এসআই দেবাশীষ সাহা রবিবার সকালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সোহেল রানা ওরফে পিন্টুকে গ্রেফতার করে। তার বাড়ি রাজশাহি জেলার গোদাগারি উপজেলায়। এছাড়া এসআই পরিমল চন্দ্র সরকার মাসকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলা নং-৪৩, তারিখ-১৬/০৮/২০২০ ইং, ধারা-৩৭৯/৪১১ দঃবিঃ এর আসামী মোঃ ইয়াছিন ও মস্তু মিয়াকে গ্রেফতার করে। তাদের নামে মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।