১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য মসিক মেয়র টিটু’র নির্দেশনায় এডিস মশার বংশ বিস্তার রোধে ম্যাজিষ্ট্রেসি অভিযান ও জরিমানা আদায়।।
১৭, আগস্ট, ২০২০, ৬:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

আজ ১৭ আগস্ট ২০২০ ইং সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশন এর অন্তর্গত ময়নার মোড়,হ্নদয়ের মোড় ও চরপাড়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় মসিক ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয় নির্দেশে এডিস মশার বংশ বিস্তার রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।তারই অংশ হিসেবে এডিস মশার লার্ভা সনাক্তকরণ এবং সতর্কতা ও সচেতনতামুলক প্রচার মাইকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একটি টায়ারের ফ্যাক্টরিতে টায়ারের ভিতরে জমাট পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় ।উক্ত ফ্যাক্টরির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্র এলাকায় মোট ১৬,৪০০/ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব -উল-আহসান, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মোহাবুল হাসান রাজীব, মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,সেনিটারী ইন্সপেক্টর জাভেদ ইকবাল ও পেশকার সিদ্দকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগনও উপস্থিত ছিলেন।