ময়মনসিংহ অফিস: বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি, ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে অদ্য ১৭-০৮-২০২০ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতির পিতার ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উক্ত সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এড.বিকাশ রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য-সচিব এড. আব্দুল মোতালেব লাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সমবেত সকলেই দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যক্ষ আমীর অাহমেদ চৌধুরী রতন।
জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-আহবায়ক এড.রাখাল চন্দ্র সরকার, এড.মাহবুবুল আলম ফরিদ,সম্মানিত সদস্য এড. প্রশান্ত দাস চন্দন,অধ্যাপক দিলরুবা সারমীন,সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, তপন সাহা রায় চৌধুরী, এড. মশিউর রহমান ফারুক,মিলন কান্তি চক্রবর্তী,এড. ফারামার্জ আল নূর রাজীব ও সুমন চন্দ্র ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি,ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের অদ্যকার আলোচনা সময় আইনজীবি,শিক্ষক, সাংবাদিক সহ পেশাজীবি সম্প্রদায়ের বিপুল সংখ্যক প্রতিনিধি করোনাকালীন সময়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন।