২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ চট্টগ্রাম নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন
১৭, আগস্ট, ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

নোয়াখালী প্রতিনিধিঃ

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে চৌমুহনী পৌরসভার সামনে বিশাল প্রতিকৃতির উদ্বোধন করেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল । এ সময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নির্বাহী অফিসার শামছুন নাহার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু সহ অনেকেই উদ্বোধনের পর মেয়রসহ দলীয় নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
অপরদিকে শনিবার সকাল ১১ টায় সেনবাগ উপজেলা পরিষদের ভিতরে বিশাল প্রতিকৃতির উদ্বোধন করেন-সেনবাগ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার,সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা,জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার বকুল,
স্থানীয় এমপি’র প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ নেতা আবু নাছের ভিপি দুলাল,আলী আক্কাস রতন,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ স ম জাকারিয়া আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর সহ আওয়ামীলীগের অংঘ সংগঠের নেতৃবৃন্দ।

এছাড়াও নোয়াখালীর অন্যান্য উপজেলাতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

এ সময় চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই এই প্রতিকৃতি স্থাপন করা হয়।