ময়মনসিংহ অফিস: আজ উনিশ আগস্ট বুধবার বেলা দুইটায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভ্যন্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব -উল-আহসান।
সিটি কর্পোরেশনে চত্বরে আগত দর্শনার্থীগন যারা মাস্ক পরিধান করেননি ও স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়।
মোট ৯ টি মামলায় ৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল