১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ চট্টগ্রাম এবি ব্যাংকের ৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
১৯, আগস্ট, ২০২০, ৯:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

এলসির বিপরীতে রপ্তানি না করে এবি ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইনভেন্ট ক্লথিং লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন—ইনভেন্ট ক্লথিং লিমিটেডের চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম ও পরিচালক জেবুন্নেছা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার গণমাধ্যামকে বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা চলমান রপ্তানি এলসির বিপরীতে পোশাক রপ্তানি না করে তা খোলা বাজারে বিক্রি করে এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা আত্মসাৎ করেছেন, যা বর্তমানে সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা। আসামিরা দণ্ডবিধি ৪২০/৪০৯/১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।