১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার বদলি জনিত বিদায়
২১, আগস্ট, ২০২০, ১০:২৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

বৃহস্পতিবার  সকাল ১০ টায় মাননীয় মেয়রের দপ্তর কক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ এর বদলি জনিত অনানুষ্ঠানিক সভায় মাননীয় মেয়র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় আরো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো রফিকুল ইসলাম মিঞা, সচিব রাজিব কুমার সরকার, প্রধান ভান্ডার কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব উল আহসান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার মোঃ রেদাউর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তা মোঃ মুক্তাদিরুল আহমেদ গত ২৫শে মার্চ ২০২০ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করেন। তিনি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে অবমুক্ত হলেন।