১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর বৃক্ষরোপন কর্মসূচী।।
২১, আগস্ট, ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস ।। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী ঢাকার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ডা: অধ্যাপক এম এ আজিজ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ঔষধি, বনজ এবং বিভিন্ন ফল গাছের চারা রোপন কর্মসূচী পালন করেন।

এসময় অধ্যাপক ডাঃ এম এ আজিজের সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফারুক সহ স্থানীয় স্বাচিপ এবয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামের সচেতন মুরুব্বিয়ান ব্যক্তিবর্গ ।