১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহ মহানগর মহিলা আ:লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল।।
২২, আগস্ট, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার ॥ ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর সংগঠিত হওয়া নারকীয় গ্রেনেড হামলা ও গ্রেনেড হামলায় তৎকালীন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান সহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শিববাড়ীস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গতকাল ২১ আগস্ট, ২০২০ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স্বপ্না সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব হোসাইন জাহাঙ্গীর বাবু,মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য আনোয়ারা বেগম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, কাউন্সিলর সেলিনা আক্তার, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীনা দেবনাথ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইলোরা পারভীন স্বপ্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তার প্রমুখ।
ময়মনসিংহ নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ সরকারের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২১আগস্ট সহ গ্রেনেড হামলায় নিহত শহীদগণ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেল হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের সম্মানার্থে ১মিনিট নীরবতা পালন করা হয়।