১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা এলসির মাধ্যমে ৩৩ কোটি টাকা আত্মসাৎ || দুদকের মামলা
২৩, আগস্ট, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলস লিমিটেডের নামে এলসি খুলে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক মামলায় ব্যাংকটির এক কর্মকর্তাসহ দুইজনকে আসামি করেছে ‍দুদক।

দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বুধবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

আসামিরা হলেন- ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শরিফ উদ্দিন প্রামাণিক ও মেসার্স ইব্রাহিম টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় মেসার্স ইব্রাহীম টেক্সটাইল মিলসের নামে অনাদায়ী খেলাপি ঋণ থাকার পরও অসৎ উদ্দেশ্যে সুতা উৎপাদনের জন্য ৩৩ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৩৪৫ টাকার সাতটি এলসির মাধ্যমে তুলা আমদানি করেন।

পরে তুলা বিক্রির অর্থ ব্যাংকে জমা না করে আসামিরা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।