তথ্যপ্রতিদিন.কম
প্রবাদে আছে জ্রিবে দয়া করে যেই জন,সেই জন সবিছে ঈশ্বর।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ১নং পুলিশ ফাড়ির একজন দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার এসআই (নিঃ) ফারুক হোসেন।
করোনা মহামারীতে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং অসহায়, ঘরবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে যে অবদান তিনি রেখেছেন, তা চোখে পড়ার মতো।
করোনাভাইরাস মহামারী মোকাবেলা করতে যেয়ে, যে মানুষটি দিনরাত নির্ঘুম পরিশ্রম করেছেন।
আজ তিনি নিজেই করোনা পজেটিভ।
তার দ্রুত সুস্থতা কামনা করে,সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট তার জন্য দোয়া প্রার্থনা করছি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল