৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ পালাতক আসামী আটক
২৩, অক্টোবর, ২০১৯, ৭:৩৭ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :

শার্শায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় । তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ তথ্য প্রতিদিনকে জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শার্শা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!