বিনোদন তথ্যপ্রতিদিন
বোনের জনপ্রিয়তা আকাশচুম্বি হলেও নিজের জনপ্রিয়তার সেই জায়গায় যেতে পারেননি পরিনীতি চোপড়া। তবে বলিউডে তার ক্যারিয়ারে বোনের খ্যাতি বিভিন্ন সময়ই কাজে লেগেছে তার। আর এই বিষয়টি বিভিন্ন সময় গণামধ্যমেও বলেছেন পরিনীতি। বোনকে যে তিনি অনেক ভালোবাসেন সেই বিষয়টিও উঠে এসেছে তার কথায়। তাই নিজের বিশেষ দিনগুলোতে প্রিয়াঙ্কার সঙ্গে কাটনোর চেষ্টা থাকে তার। কিন্তু এবার পরিনীতির জন্মদিনে হয়তো থাকতে পারবেন না প্রিয়াঙ্কা। তাই এ নিয়ে বেশ মন খারাপ পরিনীতির। জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এবার বেশ বড়সড়ভাবে জন্মদিনের আয়োজন হচ্ছে। কিন্তু মন খারাপের কারণ হলো এবার হয়তো প্রিয়াঙ্কা থাকতে পারবে না। প্রিয়াঙ্কাকে খুব মিস করবো। তার জন্মদিনের আয়োজন নিয়ে পরিনীতি আরো বলেন, ‘আমার জীবনের কাছের তিন মানুষÑআমার ম্যানেজার নেহা, মেকআপ আর্টিস্ট মিতালী ও গার্ল অন দ্য ট্রেনের পরিচালক রিভু মিলে আমার বার্থডে প্ল্যান করেছে। আলীবাগে পার্টির আয়োজন করেছে। এজন্য একটি ভিলা ভাড়া আর আমার সব কাছের বন্ধুদের নিমন্ত্রণও ওরাই করেছে। নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে।’পরিনীতি সম্প্রতি শেষ করেছেন সিদ্ধার্থ মালহোতরা সঙ্গে ‘জাবারিয়া জোড়ি’ সিনেমা। নতুন আরো একটি সিনেমার অপেক্ষায় আছেন তিনি। তাকে দেখা যাবে ‘ভূজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, সাইনা নেহওয়ালের বায়োপিক এবং অর্জুন কাপুরের সঙ্গে একটি সিনেমায়।