রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার, কোর্ট ফি ও টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর রমনা মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলফাজউদ্দিন (৬১) ও মো. মাসুদ (৫০)। এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ০৪ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার ৯২০ টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার, কোর্ট ফি ও টাকা।
অভিযানের নেতৃত্ব দেওয়া রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস, এম, শামীম ডিএমপি নিউজেকে বলেন, গত ২৭ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে মোঃ আলফাজউদ্দিন (৬১) কে প্রথমে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আজ ২৮ আগস্ট, ২০২০ ভোরবেলা এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ০৪ কোটি ৭১ লক্ষ ৪০ হাজার ৯২০ টাকা মূল্যের জাল স্ট্যাম্প, কোর্ট ফি, ডলার এবং টাকা।
এসময় তিনি ডিএমপি নিউজেকে আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল