আজ বেলা সাড়ে ১১ টায় কাশর এলাকায় ১১২৫ মিটার আন্ডারগ্রাউন্ড আরসিসি পাইপ ড্রেনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ড্রেনটি জেলখানার সামনে থেকে কাশর রোড হয়ে জেলখানার পেছন দিয়ে গলগন্ডা পর্যন্ত বিস্তৃত। এ ড্রেন স্থাপনের ফলে কাশর, গলগন্ডা ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতার অবসান ঘটবে।
আরসিসি আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন উদ্বোধনকালে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর গোলাম রকিক দুদু, সেলিনা আক্তার, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহঃপ্রকৌশলী জসিম উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।