রাজধানীর শনির আখড়া এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, মোসাঃ হোসনে আরা (৫০) ।
১ সেপ্টেম্বর, ২০২০ (মঙ্গলবার) ১৭:৫০ টায় কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী ও রাজধানীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল