৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা সারাদেশে ০৩টি অভিযান পরিচালনা করেছে দুদক।
২৩, অক্টোবর, ২০১৯, ১০:৫০ অপরাহ্ণ -

সেলিম মিয়াঃ

২৩ অক্টোবর বুধবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিবর্তে সার্টিফিকেট বাণিজ্য চলছে এমন অভিযোগের প্রেক্ষিতেতে আজ দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অভিযান পরিচালনা করে। দুদক টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক মেডিকেল সার্টিফিকেট প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখতে পায়, মেডিকেল সার্টিফিকেট ইস্যু সংক্রান্ত কোনো প্রসিডিউর হাসপাতাল কর্তৃপক্ষ অনুসরণ করে না। মেডিকেল সার্টিফিকেট প্রদান রেকর্ডপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দ্দিষ্টভাবে সংশ্লিষ্ট রেকর্ডপত্র উপস্থাপন করতে পারেনি। মেডিকেল সার্টিফিকেট সংক্রান্ত রেকর্ডপত্র সংরক্ষণের দায়েত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদকে হাসপাতালে উপস্থিত পাওয়া যায়নি।

এছাড়া, মেডিকেলে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নেয়ার জন্য টিকেট বাবদ নির্ধারিত ৩ টাকার পরিবর্তে বেআইনীভাবে ৫ টাকা গ্রহণ করার প্রমান পায় দুদক টিম। টিকেটের অতিরিক্ত মূল্য রাখার অপরাধ দুদক টিমের নিকট প্রতীয়মান হওয়ায় টিকেট বিক্রয়কারী কর্মচারী রফিকুল ইসলাম এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় নারগিস বেগম নামীয় অপর একজন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে দুদক টিম ।

এছাড়াও, দুদক অভিযোগ কেন্দ্রে প্রাপ্ত দশটি অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার নিমিত্তে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনবিআর চেয়ারম্যান, মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।