১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির হাতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৫, সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ডিবি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্প্রতিবার রাতে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের ঠাকুরবাড়ী মোড় থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, বীররামপুরের সমর আলীর ছেলে মোঃ জাকির ও বীররামপুর উজান পাড়ার এমদাদুল হকের স্ত্রী শেফালী খাতুন। এছারা এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার বিকালে গৌরীপুরের কলতাপাড়া থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। সে জেলা সদরের রাঘবপুরের (পূর্বপাড়া লম্বাবাড়ী) মৃত ইয়াকুব আলীর ছেলে।