ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার ফুলবাড়িয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, শনিবার সকালে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক কাজী হাবীবুর রহমানের নেতৃত্বে একটি দল ফুলবাড়িয়ায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় তেলীগ্রাম দক্ষিণপাড়া নবীর বাড়ি এলাকা থেকে আলোচিত ইয়াবা ব্যবসায়ী আব্বাছ আলী পচনকে ৩০ পিচ ও মোঃ শিমূলকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া দেওখোলা মাঝিপাড়া থেকে সোহাগ মিয়া ও মোঃ রাসেলকে ৬০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।