ময়মনসিংহ অফিসঃ
অদ্য সকাল ১১ টায় নগরীর ৩ নং ওয়ার্ডস্থ কাচিঝুলি এলাকায় আন্ডারগ্রাউন্ড আরসিসি পাইপ ড্রেনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উল্লেখ্য ড্রেনটি মেহহণি রোড ওয়াল্ড ভিশন অফিস এসপি বাংলো হয় টাউন হল মোড় পর্যন্ত এ ড্রেন স্থাপনের ফলে বৃহত্তর কাচিঝুলি তৎসংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার পরিপূর্ণ অবসান ঘটবে।
আরসিসি আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন উদ্বোধনকালে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শরীফুল ইসলাম, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা খাতুন,মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল