১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা সিনহা হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী
৭, সেপ্টেম্বর, ২০২০, ৪:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহতের ঘটনাটি দুঃখজনক। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করেছেন। সেগুলো বাস্তবায়ন করা হবে। তাছাড়া তদন্ত প্রতিবেদনে কি আছে আমরা এখনো খুলে দেখিনি। আমরা আদালতকে বিষয়টি অবহিত করব। আদালত মনে করলে আমরা আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করব।

এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।