৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর নকলার ৬ টিসহ শেরপুরের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন এমপিও ভুক্ত হলো
২৩, অক্টোবর, ২০১৯, ১১:২৫ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

দীর্ঘ্য দিন অপেক্ষার পর নকলা উপজেলার ৬টিসহ শেরপুর জেলার নতুন ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান মান্থলি পে অর্ডার (এমপিও) ভুক্ত হলো। এরমধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ৩৮টি, মাদরাসার সংখ্যা ৭ টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি।

ওয়েবসাইডে জেলা ভিত্তিক বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশিত নামের তথ্যানুযায়ী জানা গেছে, শেরপুর সদর উপজেলার ২৩টি, শ্রীবরদী উপজেলার ১১টি, নালিতাবাড়ি উপজেলার ৭টি, নকলা উপজেলার ৬টি ও ঝিনাইগাতী উপজেলার ৫টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে।

নকলা উপজেলার নতুন এমপিও ভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- নিন্ম মাধ্যমিক স্তরের ২টি (ভূরদী ছাল্লাকুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও পিপড়িকান্দি হাইস্কুল), মাধ্যমিক স্তরের ৩টি (বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়, বারমাইশা উচ্চ বিদ্যালয় ও চরমধুয়া আদর্শ বিদ্যা নিকেতন) এবং ফাজিল স্তরের ১টি (নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা)।

শেরপুর সদর উপজেলার নতুন এমপিও ভুক্ত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে- স্নাতক স্তরের কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক বিএম স্তরের কলেজ ১টি, মাধ্যমিক স্তরের স্কুল ১৪টি, নিন্ম মাধ্যমিক স্তরের স্কুল ১টি, ফাজিল স্তরের মাদরাসা ১টি, আলিম স্তরের মাদরাসা ২টি ও দাখিল স্তরের মাদরাসা ২টি।

শ্রীবরদী উপজেলার নতুন এমপিও ভুক্ত ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে- উচ্চ মাধ্যমিক বিএম স্তরের কলেজ ৪টি, মাধ্যমিক স্তরের স্কুল ৫টি, নিন্ম মাধ্যমিক স্তরের স্কুল ১টি ও ভোকেশনাল শাখার শিক্ষা প্রতিষ্ঠান ১টি।

নালিতাবাড়ি উপজেলার নতুন এমপিও ভুক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে- মাধ্যমিক স্তরের স্কুল ৫টি, নিন্ম মাধ্যমিক স্তরের স্কুল ১টি ও আলিম স্তরের মাদরাসা ১টি।

ঝিনাইগাতি উপজেলার নতুন এমপিও ভুক্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে- স্নাতক স্তরের কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক বিএম স্তরের কলেজ ১টি, মাধ্যমিক স্তরের স্কুল ২টি ও নিন্ম মাধ্যমিক স্তরের স্কুল ১টি।

উল্লেখ্য, সারা দেশের নতুন ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। এরমধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসার সংখ্যা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫২২টি।