প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ৮:২২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অপহরণের ৪৪ দিন পর উদ্ধার স্কুলছাত্রী ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কোচিং যাওয়ার পথে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও ডিবি পুলিশ ৪ সেপ্টেম্বর শুক্রবার তাকে ঢাকার কদমতলী থানাধীন মহম্মদবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ৫ সেপ্টেম্বর শনিবার স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় বলে জানান ,ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, গত ২৩ জুলাই বাড়ি থেকে কোচিং যাওয়ার সময় অপহরণ হয় বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের সাহাজত আলীর মেয়ে মৌসুমি আক্তার (১৬)। পরে স্কুলছাত্রীর মা গুলেফা বেগম বাদী হয়ে পাড়িয়া গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে অমূল্য চন্দ্র সাহা ও তার ভাই সহ ৪ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় ২৮ জুলাই একটি মামলা দায়ের করেন। পরে মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ার কারণে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। মামলা দায়িত্ব পান এস,আই রবিউল ইসলাম। এস,আই রবিউল ইসলাম জানান, মোবাইলে ট্রাকিং করে এলাকায় ছদ্মবেশে দু'দিন ঘুরোঘুরি করার পর স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হই।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫