১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ডেমরাতে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
৮, সেপ্টেম্বর, ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

রাজধানীর ডেমরা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ আক্কাছ আলী মুন্সী (৪৮), ২। মোঃ ফয়সল আহম্মেদ (২৮) ও ৩। মোঃ বাপ্পি হোসেন (১৯)। এ সময়ে তাদের হেফাজত হতে ৪৫ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

০৬ সেপ্টেম্বর,২০২০ (রবিবার) সন্ধ্যা ৭.১৫ টায় ডেমরা থানার স্টাফ কোয়ার্টার বাসষ্টান্ড এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান ডিএমপি নিউজকে জানান, গোপনসূত্রে জানা যায়, হবিগঞ্জ হতে ঢাকাগামী বাসযোগে ফেন্সিডিল আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার বাসষ্টান্ড এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে গাড়ী তল্লাশী কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৭.১৫ টায় দিগন্ত পরিবহনের একটি বাস উক্ত স্থানে আসলে গাড়ীটি তল্লাশীকালে উক্ত গাড়ির ড্রাইভার মোঃ আক্কাছ আলী মুন্সী, সুপারভাইজার মোঃ ফয়সল আহম্মেদ ও হেলপার মোঃ বাপ্পি হোসেনদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাড়ীর টুলবক্স ও গাড়ীর পিছনের সিট এবং ড্রাইভারের সিটের ডান পাশ হতে ফেন্সিডিল বাহির করে দেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান ।

dmp news