
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু জাফর সামস্ উদ্দিন ও সাধারণ সম্পাদক এনতাজুল হক নির্বাচনে বিজয় লাভ করেন। ৭ সেপ্টেম্বর সোমবার জেলা আইনজীবী সমিতি হলরুমে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট নামে দুটি প্যনেলে ১২টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন। নির্বাচনে আ’লীগ প্যানেল থেকে সভাপতি সহ ৪ জন ও বিএনপি প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ ৮ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আ’লীগ প্যানেল থেকে সভাপতি আবু জাফর, ট্রেজারি সম্পাদক মোবারক আলী, সদস্য গোলাপ হোসেন ও জামেদুল হক। বিএনপি প্যানেল থেকে সাধারণ সম্পাদক এনতাজুল হক, সহ-সভাপতি নুরুল ইসলাম, মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী, লাইব্রেরী সম্পাদক রাহাদ জামিল, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, সদস্য এনায়েতুর রহমান, নাসির উদ্দিন। আগামী ১ বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে। প্রধাণ নির্বাচন কমিশনার হিসেবে জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করেন।