১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনাস্থা।।
৯, সেপ্টেম্বর, ২০২০, ৩:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অানয়ন করেছেন জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ। অাজ দুপুর ১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে জেলা পরিষদের সদস্যবৃন্দ এ অভিযোগ আনেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের সদস্য মোঃআব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন প্যনেল চেয়ারম্যন মোঃ মমতাজ উদ্দিন মন্তা, অাছমা উল হোছনা,দিলরুবা অাক্তার(কাজল),তাজুল অালম বাবুল,মোঃ একরাম হোসেন,মোঃ রুহুল অামিন, মোঃ মহিবুল হক, মোঃঅাবদুল্লা অাল মামুন,মোঃ মোস্তফা কামাল,এইচ এম খায়রুল বাশার,অাঞ্জুমান অারা,মোঃ মোজাম্মেল হক, মোঃ ডা.অাসাদুজ্জামান অাকন্দ সাগর, বেগম জোসনারা মুক্তি, মোঃ অাবু বক্কর ছিদ্দিক বাহার , এ এসএম মজিবুর রহমান প্রমুখ।
সংবাদ সন্মেলনে ২০ সদস্যর মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা দাবী করেন।
সংবাদ সন্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি,সেচ্ছাচারীতা, অশালীন অাচরন,অাত্মীয়করণ এবং প্রকল্প গ্রহনে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকারের সুনাম বিনষ্ট করার অভিযোগ অানেন।
অভিযোগকারীরা বিষয়টি তদন্ত করে সরকারের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।