১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য – আইজিপি’র শোক
৯, সেপ্টেম্বর, ২০২০, ৩:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চলমান করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম মোল্লা। তিনি নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালের ২৯ আগস্ট কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

করোনা উপসর্গ নিয়ে গত ০৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ০৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. বেলা আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু
আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণতাউসারা।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৭৪ জন বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

“করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক”

করোনায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম মোল্লা’র মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি ০৮ সেপ্টেম্বর, ২০২০ খ্রি. মঙ্গলবার এক শোকবাণীতে বলেন, করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করলেন আমাদের আরও এক বীর সদস্য এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম মোল্লা। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করে আত্মত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি পেশাদার ও নিষ্ঠাবান পুলিশ সদস্য ছিলেন। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

PHQ media