১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জেলা আ’লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এড.অাজিজুর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল।।
১১, সেপ্টেম্বর, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এডভোকেট আজিজুর রহমান এঁর ৩৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা শফিকুল হক শুভ’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল ১০-৯-২০২০ বৃহস্পতিবার বাদ অাছর গোলকিবাড়ি গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়।

মরহুম এডভোকেট আজিজুর রহমান মহোদয়ের ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে অলিউল হক, যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ জেলা মৎস্যজীবি লীগ, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা শুভ সূত্রধর, সাদমান কবির হাসান, সভাপতি
বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ময়মনসিংহ জেলা, সহ-সভাপতি,
মোঃ শিপন আহাম্মেদ অর্নব,
বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ময়মনসিংহ জেলা,যুগ্ম- সাধারন সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী নবীন লীগ, ময়মনসিংহ জেলা প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মরহুমের পরিবারের সদস্যবর্গও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী অাত্মার মাগফেরাত কামনায় বিশেষ মেনাজাত করা হয়।