১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত।
১১, সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর ও জেলা শাখা আয়োজিত “মুজিব বর্ষে বাংলাদেশ বৃক্ষরোপণে প্রাণ ফিরে পাক পরিবেশ ” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান গতকাল ১০-০৯-২০২০ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়নুল আবেদিন পার্ক এর ঐতিহাসিক বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক- অমিত রায় প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সানজিদা স্বর্ণা এবং যুগ্মভাবে সঞ্চালনায় ছিলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাতুল ও জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

আলোচনা সভায় ও বৃক্ষরোপন কর্মসূচীতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ডাকসু’র ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট ঐতিহ্যবাহী ময়মনসিংহ নগরীতে তিনমাস ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খোলা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। গতকালও আলোচনা সভা পরবর্তী সারাদিনব্যাপী নগরীর জয়নুল আবেদীন পার্ক, নার্সিং কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে এই সংগঠনটি। অালোচনা সভায় পরিবেশ রক্ষায় তরুনদের বেশী বেশী বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার কথা বলেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন। দেশের পরিবেশ রক্ষায় এই আন্দোলনটি সারাদেশের তরুনদের মধ্য ছড়িয়ে দিতে বলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম মুজিববর্ষে সারাবছরব্যাপী বৃক্ষরোপন অব্যাহত রাখার আহবান জানান সংগঠনটিকে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের প্রশংসা করে বলেন, আগামীদিনে এই সংগঠনটিকে সাথে নিয়ে আমরা বৃক্ষরোপন তথা পরিবেশ রক্ষায় একসাথে কাজ করবো।
আলোচনা সভার প্রধান আলোচক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ নগরীতে গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্টের বৃক্ষরোপন কর্মসূচী মুজিববর্ষে এক নতুন মাত্রা যোগ করেছে এবং সংগঠনটিকে বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতারও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, মুজিববর্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে আমরা পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বৃক্ষরোপণ তথা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। আগামী দিনগুলোতেও গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ তথা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় নিরন্তর কাজ করে যাবেন।