জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) ময়মনসিংহের নির্দেশে এস আই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ১০/০৯/২০২০ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় ভালুকা থানাধীন নিজুরী থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক
ব্যবসায়ী ১। মোঃ আবু রায়হান (২৩) পিতা মনির হোসেন শেখ, মাতা কমলা খাতুন, ২। মোঃ তাছিন শেখ (১৯) পিতা নাজিম উদ্দিন, মাতাঃ মোর্শেদা খাতুন উভয় সাং বান্দিয়া মধ্যপাড়া, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ১০/৯/২০২০ তারিখ রাত ২২.১০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ২৫০ গ্রমা গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩। সোহরাব (৪৫), পিতা মৃত-হাছেন আলী, মাতা-মোছাঃ হামেরুন নেছা, সাং-বড়বিলারপাড় মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল