১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে  করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কবুতর পালন করে স্বাবলম্বী হতে চায় স্কুল ছাত্র- সিয়াম হোসেন।
১৪, সেপ্টেম্বর, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শখের বশে কবুতর পালন করতে গিয়ে স্বাবলম্বী হতে চায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন। । স্বপ্নবাজ এই তরুণের স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে স্বাবলম্বী হওয়া। তিনি এখন স্বাবলম্বী হতে চায় একজন সফল কবুতর খামারি। পড়াশোনার পাশাপাশি তিনি কবুতর পালন করছেন। তা দেখে অনুসরণ করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার ও আশেপাশের এলাকার অনেক তরুণ ও যুবক। ঠাকুরগাঁও জেলার পৌর শহরের ঠাকুরগাঁও  বিজিবি ক্যাম্পের পিছনের মহল্লায় বাড়ি তার বাবা একজন পত্রিকার এজেন্ট শামছুল আলম বকুল। ছোট ছেলে সিয়াম হোসেন । বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিনি। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এরপর এ সময় টিফিনের জমানো টাকা দিয়ে ২/৩ জোরা কবুতর কিনেন সিয়াম হোসেন। সিয়াম হোসেন তার বাড়ি থেকে ৮ হাজার টাকা খরচ করে কবুতর রাখার জন্য একটি খাঁচা বানান। এখান থেকেই শুরু কবুতর খামারি হিসেবে তার পথচলা। দুই, তিন জোড়া দিয়ে শুরু করলেও প্রায় ৪০ জোড়া কবুতরের মালিক বনে যান অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন।  যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা। বর্তমানে দেশি কবুতরের পাশাপাশি লংফেস, হলুদ আউল, পলিশ, জ্যাকবিন, স্টেচার, মুন্ডিয়ানো, কর্মনা, গিরিবাজ, রেচার সহ বিভিন্ন জাতের কবুতর রয়েছে তার সংগ্রহে। এগুলোর মধ্যে সর্বোচ্চ দামের কবুতর হলো ‘কিং জাতের কবুতর। সিয়াম হোসেন  জানান, ঢাকা, বগুড়া, নাটোরের আহম্মদপুর ও মৌখাড়া হাট, পাবনার মেরিল রোড ও হাজির হাটে প্রতি সপ্তাহে কবুতরের হাট বসে আমি অনলাইনে দেখেছি। বাচ্চা কবুতরগুলো বড় হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারীরা এসে তা কিনে নিয়ে যাবে। তবে মেরিল রোডে কবুতর হাটে দাম একটু বেশি পাওয়া যায়। সিয়াম হোসেন বলেন আমার যদি টাকা থাকত তাহলে অনেক বিদেশি কবুতর কিনতাম অনেক বড় খামার করতাম পরালেখার পাশাপাশি। এখন নিজের লেখা পড়ার খরচ নিজেই চালাই কবুতর বেঁচে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।