ময়মনসিংহে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে এগিয়ে নেওয়ার মাধ্যমে দলের প্রতিষ্ঠা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে তারই সহধর্মিণী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে দলকে ওয়ার্ড পর্যায় থেকে সংগঠিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সেই লক্ষ নিয়েই ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর ২৫নং ওয়ার্ড জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর (শনিবার) বিকালে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
অবসরপ্রাপ্ত সেনা কর্মী ও জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা খাজা মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন-পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন মহান নেতা। এই স্বাধীন বাংলার উন্নয়নের মহানায়ক। এদেশে মানুষের কল্যাণে যা কিছু উন্নয়নমোলক কর্মকান্ড হয়েছে তার একমাত্র দাবিদার মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘এরশাদের রাজনীতি ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। আগামী দিনেও পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে এগিয়ে নিতে হলে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাত শক্তিশালী করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি পল্লীবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান। জাহাঙ্গীর আহমেদ বলেন-বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য ও সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে পল্লীবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। সে লক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
জাতীয় পার্টির নেতা মো: মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় কর্মীসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্বাছ আলী তালুকদার, লাল মিয়া লাল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক হাজী হারুন, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক কাওসার আহমেদ, আরও বক্তব্য রাখেন আব্দুল মালেক, আব্দুল কাদির, মো: তাহের, মো: আব্দুর রহিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে আলোচনা পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে মো: আব্দুল কাদিরকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক এবং মো: তাহেরকে সাংগঠনিক সম্পাদক করে ২৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।