প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রোড এলাকার রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনাগুলো উচ্ছেদের অভিযান ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট। ১৪ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। রেলের নিয়িমিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেল স্টেশনের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও কাজ করেন। রেলওয়ে স্টেট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কেবেটর মেশিন দিয়ে রেল স্টেশনের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা কাঁচা-পাকা বসরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এতে অসংখ্য পরিবার ভুমিহীন হয়ে পড়েন। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব ভয়েস সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও রেল স্টেশনের দু’পাশে গড়ে ওঠা রেল লাইনের জায়গায় যে সব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। সে সব অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ করা হয়েছিল। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি ১৪ সেপ্টেম্বর সোমবার অভিযানের মাধ্যমে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫