ময়মনসিংহ বিভাগীয় নগরীতে কোতোয়ালী মডেল থানার ১নং পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্ডিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম মোহাম্মদ তসলিম। সে নওমহল নন্দিবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ।
১নং ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান, কোতোয়ালী ও ফাঁড়ির এস আই রেজাউল করিমের নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, কনস্টেবল মন্নান, কনস্টেবল হেলাল, কনস্টেবল রাজনসহ একটি দল মঙ্গলবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদে ভিত্তিতে নওমহল নন্দিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় মোহাম্মদ তসলিমকে তার বসতবাড়ি থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত তসলিম দীর্ঘদিন যাবৎ ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলের বিশাল চালান গোপনে এনে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল