প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ ও গেট মিটিং অনুষ্ঠিত ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও চিনিকলের সামনে বিক্ষোভ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় টায় ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ৫ মাসের বেতন মজুরি কমিশনের এরিয়ার বিল প্রদানের দাবিতে ও সুগার মিল বন্ধের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উক্ত চিনিকলের প্রধান ফটক থেকে বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: উজ্জল হোসেন, সাধারন সম্পাদক মুহাম্মদ এনায়েত আলী উলুব্বী, সহ-সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক হযরত আলী সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বকেয়া বেতনের দাবি তুলে বলেন, করোনার এই মহামারিতে বেতন না পেলে আমরা কি করে টিকে থাকবো এবং খুব শিঘ্রই বেতনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থাগ্রহনের আহ্বান করেন। অন্যাথায় বড় রকমের আন্দোলনে যাবে শ্রমিকরা এমন হুশিয়ারি আসে বিক্ষোভ সমাবেশ থেকে। অন্যদিকে চিনিকল বন্ধের ঘোষনার প্রতিবাদ জানান বিক্ষোভকারী শ্রমিকরা। তারা বলেন, ঠাকুরগাঁওয়ের একটিমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান হলো ঠাকুরগাঁও চিনি কল। এটি বন্ধ হলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। যেনো চিনিকল বন্ধ না করা হয় সে দাবিও জানান বক্তারা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫