৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন, সারা বাংলা নুসরাতের কবরে পুস্পস্তবক দিয়ে প্রতিবাদ করলেন দুই বাংলার সাড়া জাগানো চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি
২৪, অক্টোবর, ২০১৯, ২:৩৬ অপরাহ্ণ -

বিনোদন প্রতিবেদক তথ্যপ্রতিদিন:

নুসরাতের কবরে পুস্পস্তবক দিয়ে প্রতিবাদ করলেন দুই বাংলার সাড়া জাগানো চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায়ে মূল হোতা অধ্য সিরাজসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড ঘোষনা করা হয়েছে। মাত্র ৬১ কার্যদিবসে মামলার কার্যক্রম শেষ হয়।


নুসরাতের জন্য আমাদের প্রতিবাদ-শান্ত্বনা মায়ের বুকে নুসরাতকে ফিরিয়ে দেবেনা, তবে এই বিচারের রায়ে ধর্ষন, নির্যাতনকারীদের টনক একটু হলেও নড়বে। বিচারের এই ধারা অব্যাহত থাকলে আমাদের হয়তো আর কোন নুসরাতদের হারাতে হবে না অকালে।

এই কথাগুলো বলেন, গৌরিপুরের মেয়ে অপর বাংলার জনপ্রিয় চিত্র নায়িকা জ্যোতিকা জ্যোতি। তিনি নুসরাতের মা কে শান্তনা দেন ও কবরে ফুল দিয়ে তার আত্মার শান্তি কামনা সহ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন।