ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এ কে এম হাফিজ আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে। এই পদটিই ডিবি পুলিশের সর্বোচ্চ পদ।
এক অফিস আদেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম তাকে এই দায়িত্ব দেন।
এ কে এম হাফিজ আক্তার সর্বশেষ রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বপালন করেন। সম্প্রতি তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করে আনা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।
এর আগে ২ সেপ্টেম্বর ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল