স্টাফ রিপোর্টার : ময়মনসিংহস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়ায় অদ্য ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এঁর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রঘুনাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এড. পীযূষ কান্তি সরকার। প্রার্থনা সভায় উপস্হিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.রাখাল রায় , মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি এড.তপন দে,মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রায়,জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, শিববাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী স্বপন সেনগুপ্ত, পুজা উদযাপন পরিষদের নেতা এড.সঞ্জীব সরকার সঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মানিক সরকার, রঘুনাথ জিউ অাখড়া কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে চন্দন ঘোষ, সজল সমাদ্দার টিংকু, স্বপন কুমার সরকার, তপন কুমার সরকার, সঞ্জয় ঘোষ,আশীষ বোস, রঞ্জন দেব,কীর্তন সভাপতি রাখাল পাল সহ বিভিন্ন মন্দির কমিটি ও নগরীর সনাতন সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সরকারের স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা সভায় যোগদান করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক অসুস্থ থাকায় বাসা থেকে টেলিফোনে প্রার্থনায় সংহতি প্রকাশ করেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও কমলাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ ও আওয়ামী লীগ নেতা সেলিম আলমগীর।
প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন রঘুনাথ জিউ মন্দির কমিটির সহ-সভাপতি সুমন ঘোষ।
প্রার্থনা সভায় শ্রীমদভগবদগীতা থেকে শ্লোকপাঠ ও বিশেষ প্রার্থনা করেন অত্র মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শ্রীবাস ব্রহ্মচারী।
বিশেষ প্রার্থনা সভার বিষয়টি অবগত হয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম বাবুলের উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল