তথ্যপ্রতিদিন.কমঃ
এতদ্বারা হযরত খাজা বাবা শাহ্ এনায়েতপুরী শম্ভুগঞ্জী (রহ.) পীর কেবলাজান সাহেবের সমস্ত আশেকান, জাকেরান, মুরিদান ও ভক্তদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুজাদ্দেদীয়া তরিকত মিশনের সদর দপ্তর- লালকুঠি দরবার শরীফ শম্ভুগঞ্জ, ময়মনসিংহে – আমাদের মহান বুজুর্গ আব্বাজান সুলতানুল আউলিয়া মুর্শিদে সাকালাইন হযরত শাহ শম্ভুগঞ্জী (রহ.) সাহেবের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় ফাতেহা শরীফ উদযাপন এ বছর ৩০ শে অাশ্বিন,১৪২৭ বাংলা ; ১৫ ই অক্টোবর ২০২০ ইং সনের কোভিড-১৯ (করোনা ভাইরাস)- সরকারি নিষেধাজ্ঞার কারণে কোন সমাবেশ বা সম্মেলন আকারে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন দুষ্কর। এটি লালকুঠি দরবার শরীফে অবস্থানরত সমস্ত পীরজাদা গণের সর্বসম্মত সিদ্ধান্ত। সেহেতু জাকের ভাই-বোনদেরকে ফাতেহা শরীফের যোগদানের ব্যাপারে জোরালো ভাবে নিরুৎসাহীত করা হচ্ছে এবং একথার অন্যথা যেন না হয়। তবে, করুনার ভ্যাকসিন তৈরি হলে ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানসমূহ উদযাপনের আশা রাখি।
বিজ্ঞপ্তি প্রদানে:
১। পীরজাদা খাজা মুহাম্মদ রেজাউল হক (রেজা শাহ্), গদিনশীন হুজুর।
২। পীরজাদা খাজা মোহাম্মদ সুজাউদদৌলা ( সুজা হুজুর)
৩। পীরজাদা খাজা মোঃ আলাউল হক ( অলি হুজুর)