প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:৩৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের ড্রাগন ফল চাষে সফল অর্জন করেছে- আবু জাফর ( শিক্ষক) ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
বাংলাদেশের উত্তরাঞ্চলে জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফলের চাষ করে । তুলনামূলক লাভ বেশি হওয়ায় বিভিন্ন জেলায় ড্রাগন ফলের বাগান গড়ে তুলছে তরুণ-যুবকরা। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় ড্রাগন ফলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই ড্রাগন ফলের বাগান করেছেন। আর ফল বিক্রি করে বেশি লাভ হওয়ায় উৎসাহিত হচ্ছেন অন্যরাও। এদেরই একজন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবু জাফর। গেল বছর এ ফল বিক্রি করে তিনি আয় করেন ২০ হাজার টাকা। এতে তার উৎসাহ বেড়ে যায়। এখন তার বাগানে আছে ৬শটি ড্রাগন গাছ। এ বছর ও অধিকাংশ গাছেই ফল ধরেছে। ড্রাগন ফলের চাষ আরো বাড়ানো হলে এ ঠাকুরগাঁও জেলার বেকারত্ব কমবে এমনটাই মনে করছেন স্থানীয়রা। বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক বেড়েছে বলে জানান ,শিক্ষক আবু জাফর। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ ফল চাষের জন্য পরামর্শও দেয়া হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০২০-২০২৫