আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ (১ কেজি ১৭০গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার সময়
বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃতঃ শিবু সরকারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর মাঠের মধ্য থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করে।
২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীকে স্বর্ণের বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।